my fight with god
// If you want to read this, I'd suggest getting ChatGPT to translate. Parts of the translation is going to probably be wrong, so might want to put it through Google Translate as well and just put 2 and 2 together.
হে খোদা, হে আমার রব, তুই কি দেখশ না আমার এই কষ্ট? আমার এই দুঃখ কি তোর চোখে পরে না?
কোন জনমের পাপের প্রায়শ্ছিত্ত করছি আমি?
-
আমার জীবনে এমন কিছুই নেই যেইটা আমাকে কেও এসে দিয়ে গিয়েছে। যত টাকা, সম্মান, এমন কি আমার অংশের ভালোবাসাটাও আমার অনেক কষ্টের ফল। কখনো কেও ছিল না। অনেক যুদ্ধের পর কোন মতে হাতে এসেছিলো।
কিন্তু তবুও তুই আমার থেকে তা কেরে নিয়ে যাস। কেন?
তুই নাকি সব জানোস, সব শুনশ, সব দেখশ। তাহলে আমার বেলায় আসলে তুই অন্ধ কিভাবে হয়ে যাস? বোবা হয়ে যাস? কালা হয়ে যাস? আমার কষ্ট কি কষ্ট মনে হয় না? নাকি আমি পৃথিবীতে আছিই খালি কষ্ট উপভোগ করতে? আমার কপালে কি খুশির কোন চিহ্ন আছেও?
নাকি তুই চাস আমি নিজেকে শেষ করে দি?
আর তো সহ্য হয় না। আমিতো মানুষ। এতো শক্ততো আর হতে পারছি না।
এই মুহূর্তে আমার ফ্লোরে বসে কাঁদছি আমি। কেও জানে না আমার উপর দিয়ে কি যাচ্ছে আমি ছাড়া। বলার মতো কেও নেইও, কারণ কেও বুঝবে না।
থাকবেও বা কিভাবে? যে ছিল তাকে তো তুই দোনোবার আমার থেকে কেঁড়ে নিলি। একটুর জন্য মনে হয়েছিলো যে এবার হয়তো তুই আমাকে রাখতে দিবি তাকে। এবার হয়তো সে আমার জন্য ফেরত আসবে। এবার হয়তো আমরা টিকে যাবো। এবার হয়তো আমি আবার খুশি হব।
কি এমন যে খেলা খেলছিস। তুই ছাড়া আর কেও জানে না।
কিন্তু এইটা জেনে রাখ। খেলা শুধু তুই না, আমি খেলতে পারি। আমি অতোও মজবুত না। খুব কষ্ট হচ্ছে এইটা নিতে।
বিশ্বাস কর, আমি আসছি। বিশ্বাস কর, তোর সাথে আমার খুব শিগ্রই দেখা হবে। নিজেকে খতম করে দিবো আমি। তোর এই দাবার গুটি হতে আমি আর রাজি না।
এবার তুইই জানোস তুই কিভাবে এইটা ঠিক করবি।
এইটা ঠিক কর। আমি পারছি না এইটা আর নিতে।
I'm not Christian, but Allah is everywhere. Even in the Church. |
Comments
Post a Comment