genre : sadboy
# Was going to be in English, but I'm in Bangladesh. Still, titled after this album I've been listening to a lot. I love Trippie Redd so much.
বাংলা ভাষাটা যে কতটা মধুর এবং আবেগময়, তা ছেঁকা না খাওয়া পর্যন্ত বোঝা মুশকিল।
i will never ever ever top this sunrise picture ever | 2018 |
কয়েকদিন আগে মায়ের কথা শুনে একটা মুভি দেখলাম। সুরঙ্গ তার নাম। দেখে খুবই ভালো লেগেছিল। বলেছিল একটা ক্রাইম থ্রিলার, কিন্তু দেখে আমার কাছে মনে হল অবশেষে এইটা একটা অসম্পূর্ণ প্রেম কাহিনী ছিল। অনেকটা আমার জীবনের প্রতিটা প্রেম কাহিনীর মতো।
মাসুদ তার ময়নাকে খুব ভালোবাসে, এতটা যে সে তার জন্য সাত-সমুদ্র পার করতে রাজি হয়ে যায়। True love যেটাকে বলে মানুষ। কিন্তু ময়না খুবই স্বার্থপর প্রকারের - সে টাকা ছাড়া কিছুই বুঝে না। পদে পদে মাসুদকে ধোঁকা দেয়। মাসুদও কি এক বোকা - ময়না কে সে এতটাই ভালবেসে বসেছে, তাকে প্রতিবার বিশ্বাস করতে থাকে। শেষে সে তার প্রতিশোধটা নিয়েই নেয়, তবে সেই scene টা দেখে মনে হল যে মাসুদ নিজেকে অনেক আগেই মেরে ফেলেছে। বাঁচার মানে তো নেই? যেই মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালবেসেছিল, সেও যখন বারবার ধোঁকা দেয়, তোমাকে ভালোবাসে না, বাঁচার কি মানে আছে? বাঁচব কার জন্য?
আমি মাসুদের মধ্যে নিজেকে দেখতে পেরেছিলাম। হ্যাঁ, এটা সত্য যে তার মতো আমি কখনো আমার ময়নাকে খুন করবো না, তবে আঘাত পেয়ে নিজেকে ঠিকই মেরে ফেলেছি। যখন একজন মানুষকে নিজের থেকেও বেশি ভালবেসে হারিয়ে ফেলা হয়, তখন আগাতে হলে নিজের কিছু অংশ মেরে ফেলতে হয়। অন্তত তা আমি বিশ্বাস করি।
আসলে ভুলটা আমারই। ভালোবাসা খুবই বড় একটা শব্দ। এই শব্দের সাথে অনেক দায়িত্ব জড়িত আছে। যেকোনো মানুষের জন্য এই শব্দটা ব্যবহার করে এর মূল্য কমিয়ে দিই আমি। তারপর যখন কষ্ট পাই, তখন মনে হয় যে ভালোবাসা কত খারাপ একটা জিনিশ। তা কিন্তু সত্য না - আমি খালি মানুষ চিনতে ভুল করে ফেলি। অনেক বেশি ভুল করি।
তার আর আমার এই কাহিনী অসম্পূর্ণ রয়ে যাবে। হয়তো এইটাই আল্লাহ্পাক লিখেছিলেন আমাদের জন্য। কেন, তা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু একদিন হয়তো কোন না কোন ভাবে বুঝে যাবো। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি। হ্যাঁ, সে আমাকে আঘাত করেছে। হ্যাঁ, আমি হয়তো ভুলে তাকে ভালবেসে বসেছিলাম, যদিও আমি জানতাম যে সে আমার থেকে ওরকম কিছু তো চায়ই না, বরং আমাকে মানুষ হিসেবেও দেখেনি।
যার যাওয়ার কথা শুনে বুক কেঁপে উঠত, হৃদয়টা যেন কেমন করত, শেষে তার যাওয়াও দেখলাম। আর মানুষ বলে আমি নাকি strong না।
একটু কাছে এসে দেখ। এই হাঁসির মাঝে অনেক কান্না লুকিয়ে আছে। এই চোখের পিছে অনেক দুঃখ রয়েছে। এই বুকে এখনো অনেক বিষণ্ণতা আগলে রেখেছি।
আল্লাহ্র কাছে বেশ কিছু চাওয়া আছে আমার। এখনো সর্বপ্রথম চাওয়া হল আমার জীবনের সবাইকে গর্বিত করা। তার জন্য যদি আমার জীবনও শেষ হয়ে যায়, তাতেও আমি রাজি। খালি চাই আমার জীবনের মানুষজন যেন খুশিতে জীবনযাপন করে।
দ্বিতীয় চাওয়া, আজ বলছি, হল যাতে আমি কখনো প্রেমে না পড়ি। এইটা মনের খুবি গভীর থেকে আশা একটি ইচ্ছা। আজ পর্যন্ত প্রেমে পড়ে ভালো কোন ফল পাইনি, পাবো বলে মনেও হয় না। আমাকে মানুষ থেকে দূরে রাখুন। আমি তাতেই খুশি আছি।
তৃতীয়, এবং এখনের মতো শেষ চাওয়া? তা আজ নাই লিখি। মনে মনে বলে ফেললাম। যদি কখনো পূরণ হয় এই ইচ্ছা, তাহলে সবাই দেখতে পাবে।
"গোটা পৃথিবীতে খুঁজো
আমার মতো কে তোমারে এত ভালোবাসে?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো?"
what was 2017 me COOKING 🤨 |
# I apologise for any errors in this piece. Have not read or written a single word in Bengali in a long, long time, and had to get ChatGPT to review my work before I published it. If it stops making sense, it's probably because late hours + writing in Bengali is actually kinda difficult lol.
Comments
Post a Comment