লিখি না আর তোকে নিয়ে কবিতা
আমার মতো করে, আর কে তোকে ভালবাসবে?
the sky looked so beautiful, but you're seeing it with somebody else. |
কিছু কথা বাংলায় বললেই মনে হয় যেনো আত্মায় শান্তি পাচ্ছি। তাই আজ আবার কিছু কথা লিখবো। হয়তো কারো পছন্দ হবেনা, কিন্তু মনে হয়তো একটু শান্তি পাবো। তা ই আশা করি আজকাল।
-
চলে গিয়েছিলি বহুদূর তুই। মনকে মানিয়ে নিয়েছিলাম, কারণ এইটাইতো জীবন, তাই না? মাঝে মাঝে কিছু মানুষ আমার হয়েও আমার হয় না, আর আমাকে ছেঁড়ে চলে যায় যতদূর দুই নয়ন যায়। এইটাই আল্লাহ্র চাওয়া, তাই এইটাই হয়। হ্যাঁ, তখন অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ যেমন চেয়েছিলাম, তুই তেমনই ছিলি। পথের প্রতি পদে পদে তোর সাথে দেখা, তোর কথা মনে পরা, তোর আমাকে চাওয়া, আর আমার তোকে। সব কিছুই কি তবে একটা coincidence ছিল? আমাদের অনুভূতি গুলো, সবটাই কি আমার মনের ভুল ছিল? হয়তো। হয়তো আমি অনেক কিছু মনে মনে চিন্তা করে নিজেকে ভুল শান্তনা দিয়েছিলাম। হয়তো, হয়তো, হয়তো।
তাহলে তা আমার ভুল ছিল। ঠিকাছে, মেনে নিলাম। মেনে সামনে এগিয়ে যাচ্ছিলাম। তোর সব স্মৃতি মিটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দেখা হতো ঠিক তোর সাথে, তবে প্রতিদিন তো কত মানুষের সাথেই দেখা হয়। তোকেও তাদের মত কেও মনে করে চলে গিয়েছি। সব ঠিকই ছিল।
কিন্তু তুই।
আচ্ছা আমাকে একটু বল, তুই আমার থেকে চাস কি? তুই আমাকে বলেছিলি যে আমার সাথে তুই আর কথা বলতে চাস না। আমি নাকি একটা "প্রব্লেম"। আমাকে এইসব বলে আঘাত করেছিলি, কিন্তু তারপরও আমি তা সহ্য করে নিয়েছিলাম। যে থাকতে চায় না, তাকে তো আর জোড় করে রাখতে পারি না, তাই না? ভেবেছিলাম এতটুকুতেই শেষ আমাদের গল্প। তুই আর আমার হলি না, বন্ধু হিশেবেও না, কিন্তু কি আর করার, তাই না?
কিন্তু আমি ভুল মনে করেছিলাম। তোর সাথে হঠাৎ দেখা হওয়া শুরু হল। প্রথম দিন যখন দেখা হয়েছিল, আমার মন বলছিল যে তুই ওখানেই আছশ, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। তোকে কোথাও দেখছিলাম না। হয়তো মনের ভুল।
তারপর, একদম সিনেমার মতো, একজন শরে গেলো আর শেই চেহারা আবার আমার সামনে। যার কথা ভাবতে ভাবতে ঘুমাতে যেতাম, ঘুম থেকে উঠতাম, সে আবার আমার এতো কাছে। খালি একটাই পার্থক্য - স্বপ্নে নাহয় কতো কথাই না বলেছিলাম। আজ তা আবার কিভাবে বলি?
এরকম কিছু সপ্তাহ কেটে যায়। দেখা হতেই থাকে, আর হয়তো আমি একটু বেশিই চিন্তা করে ফেলেছি এইসব নিয়ে, কিন্তু এতো মানুষ থাকা সত্ত্বেও তুই আমাকে দেখছিলি। আমার উপর তোর নজর ছিল। আমি দেখেছিলাম, আমি অনুভব করেছিলাম।
তোকে আমি চিনি। হয়তো অনেক মাস হয়েছে, কিন্তু আমি জানি যে তুই কখনোই চিন্তা করা ছাড়া কিছু করশ না। তোর প্রতিটা move calculated। কোথায় তাকাশ, কোথায় যাশ, কি বলশ - কখনো কোন কারণ ছাড়া কিছু হয় না।
তাই যখন তুই আমার পাশে এসে বসেছিলি, আমি জানি তুই আমার attention চাচ্ছিলি।
তাই যখন তুই আমার এতো কাছে দিয়ে হেঁটে গিয়েছিলি, আমি জানি তুই আমার reaction দেখতে চাচ্ছিলি।
কিন্তু যখন তুই আমাকে মেসেজ দিয়েছিলি... তা কেন করলি?
আর নিজের থেকে আমার কাছে ক্ষমা চাইলি? আমি জানিনা কতটুকু মন থেকে বলেছিলি, কিন্তু তোকে কখনো নিজের ভুল স্বীকার করতে দেখিনি। তার উপর আমার থেকে ক্ষমা চাওয়া! এতদিন পর! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
-
সত্যি বললে, আমি জানিনা এখান থেকে কোথায় যাবে আমাদের এই গল্প। বছরের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে এই will they, won't they করতে করতে। তুই জানোস না, কিন্তু এই গল্প আশলে শুরু হয়েছিলো আগস্ট মাসে। তোকে নিয়ে কতো না কথা বলেছিলাম আমার বন্ধুদেরকে। তবে কখনো চিন্তাও করতে পারিনি যে আমাদের এই কাহিনী এমন মোরে এসে দাঁড়াবে।
তবে এইটা জানি যে, মানুষ যাই বলুক না কেন, আমার মন এখনো খালি তোকেই চায়। তোর পর অনেক মানুষ এসেছে, কিন্তু কি এক যাদু, মনের এমন কি মিলন-মেলা - তোকে ছাড়া আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হয়তো আমি আসলেই পাগল, কিন্তু আমার একটাই বিশ্বাস -
তুই আর আমি। আমরা। that's endgame. we, are endgame.
আমি জানি না কেন। আমি জানি না কিভাবে। আমি বলতে গেলে কিছুই জানি না, কিন্তু আমার মন বলে যে এই গল্প শেষ হতে এখনো অনেক সময় আছে। এখনো আমাদের কতো কিছুই না করা বাকি!
সব হয়তো একটা খেলা। হয়তো আল্লাহ্ খালি আমাকে পরীক্ষা করছে। জানিনা ভবিষ্যতে কি আছে আমার জন্য, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে তোকে দেখি আমি। আমার সাথে। আমার পাশে। আমরা... অনেক খুশি? তুই আমাকে জড়িয়ে ধরে রেখেছশ? জানি না। আমি হয়তো প্রেমে পাগল হয়ে যাচ্ছি।
একদিন না একদিন তো উত্তর পেয়েই যাবো। আবার দেখা হবে আমাদের। কথা হবে। আবার একসাথে হাসব। হয়তো এবার একটু কাঁদাও হবে। কিসমতের খেলা, এখানে আমি কে কিছু বলার?
-
see you tomorrow. i'll have all my answers soon, one way or the other.
on the day you set off a chain reaction again. what a beautiful sky that was. |
Comments
Post a Comment